কুমিল্লা মুরাদনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূয়া ওয়ারিশ সনদ দেয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
ওয়ারিশ সাটিফিকেট নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে কুমিল্লা মুরাদনগর উপজেলার পূর্বধৈইর ইউপি চেয়ারম্যান আবদুল রহিম পারভেজের বিরুদ্ধে। জীবিত থেকেও কাগজ-কলমে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত দুই বোন। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আর তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মুরাদনগরের উপজেলার পূর্বধৈইর ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের মৃত আবদুস ছোবহানের তিন পুত্র, ছয় কন্যা, ও স্ত্রী রেখে যান। ১০জন ওয়ারিশের মধ্যে ২ জনকে বাদ দিয়ে ৮ জনের নামে একটি ভূয়া ওয়ারিশ সনদ প্রদান করেছেন পূর্বধৈইর ইউপি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল রহিম পারভেছ। শিউলি আক্তার ও বাসনা বেগমকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে ইউপি চেয়ারম্যান ও ৯ নম্বর ওর্য়াড মেম্বারের যৌথ স্বাক্ষরে একটি ভুয়া সনদ দিয়েছেন।
ওই গ্রামের ওয়ারিশ সনদ ও চেয়ারম্যান সাটিফিকেট পেতে দিতে হয় বাড়তি টাকা। এমন অভিযোগ আছে চেয়ারম্যানের বিরুদ্ধে। দায় অস্বীকার করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বলেন, সব ওয়ার্ড মেম্বাররা ইউনিয়ন পরিষদ থেকে নিজ দায়িত্বে ওয়ারিশ সনদপত্রের আবেদন করেন।
ভূয়া সনদে ভুক্তভোগীরা বঞ্চিত হওয়ার যে অভিযোগ করছে। সে গুলো তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওয়ারিশ থেকে বঞ্চিত রেখে সনদ দেয়ার ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।