সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তৃণমূল প্রতিনিধিদের কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তৃণমূল প্রতিনিধিদের কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যেন আবার ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করবেন। তিনি বলেন, দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা তৃণমূল জনপ্রতিনিধিদের মিলন-মেলায় একথা বলেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা।
শেখ হাসিনার মূলনীতি, গ্রাম-শহরের উন্নতি–এই প্রতিপাদ্যে দেশে প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩। গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাজারো স্থানীয় সরকার প্রতিনিধির অংশগ্রহণে গণভবনে তৈরি হয় মিলন মেলার। সরকার ও প্রধানমন্ত্রীর সাফল্য গাঁথার কথা তুলে ধরেন তৃণমূলের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্ব দরবারে দেশের মর্যাদা ধরে রাখতে হবে জানিয়ে, সবাইকে নানা দিক নির্দেশনা দেন তিনি। স্বাধীতনার সুফল যেনো প্রতিটি ঘরে পৌঁছায়, সেজন্য আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপ বলে জানান সরকার প্রধান।
বিশ্বব্যাপি বিপর্যয়ে দ্রব্যমূল্যের উর্দ্ধমুখি প্রবণতা বলে জানান শেখ হাসিনা। ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিস্কার রাখার পাশাপাশি সকলকে সচেতন থাকার আহবান জানান শেখ হাসিনা।