সাইবার সিকিরিটি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে খারাপ : ফখরুল
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
জামালপুরের জেলা প্রশাসক প্রত্যাহারের ঘটনা আই ওয়াশ মাত্র- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন এমন মন্তব্য করেন তিনি। সাইবার সিকিরিটি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে খারাপ বলেও দাবি করেন মির্জা ফখরুল। সোহান খানের প্রতিবেদন।
সমসাময়িক ইস্যুতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির মহাসচিব, কৃষি মার্কেটে আগুনের ঘটনায় দুংখ প্রকাশ করেন, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী মামলা হামলায় দলীয় নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করছে। প্রবর্তিত সাইবার নিরাপত্তা আইন- ডিজিটাল নিরাপত্তা আইনের থেকেও খারাপ বলে অভিযোগ করেন তিনি।
জনগণ যেন আবারো নৌকায় ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করতে স্থানীয় জনপ্রতিনিধিদের এমন প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামালপুরের জেলা প্রশাসকে প্রত্যাহারের ঘটনায় প্রতিক্রিয়া জানান তিনি তিনি।
আগামী রোববার ও সোমবার সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর আর বগুড়া থেকে রাজশাহী তারুণ্যে রোড মার্চ কর্মসূচি সফলের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।