সরকার পতনের মধ্যদিয়ে শেষ হবে বিএনপির রোডমার্চ : ফখরুল
- আপডেট সময় : ০২:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৪১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের মধ্যদিয়ে বিএনপির রোডমার্চ কর্মসূচি শেষ হবে। সকালে রংপুরের গ্রান্ড বিএনপি কার্যালয়ে সামনে থেকে শুরু হওয়া দলের পূর্বঘোষিত রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত ‘তারুণ্যের রোড মার্চ’ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় দিনের পর দিন বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে। নিম্ন আদালতে গেলে জামিন দেয়া হয়না। লুটেরা, অনির্বাচিত এবং ফ্যাসিবাদি সরকারের পদত্যাগের দাবিতেই তারুণ্যের রোডমার্চ–জানিয়ে তিনি বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা ব্যাংক খালি করে দিয়েছে, রিজার্ভ থেকে টাকা চুরি করছে। ফলে রিজার্ভ কমে আসছে, চলছে না অর্থনীতির চাকা। নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ, বিদ্যুৎ থাকছে না, সেচ ও কৃষিকাজ করতে পারছে না কৃষক। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী কানের চিকিৎসার জন্য বিদেশে যান, অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে সুচিকিৎসা নিতে দিচ্ছেন না। তিনি বলেন, শুধু বিএনপি নয়, দেশের সব রাজনৈতিক জোট ঘোষণা দিয়েছে; এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, একদফা মেনে নিন, শান্তিপূর্ণ পন্থায় না মানলে, জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যাবে আওয়ামী লীগ সরকার।