দেশের হিন্দু সম্প্রদায়ের নারীরা বর্তমানে নিরাপদ নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
দেশের হিন্দু সম্প্রদায়ের নারীরা বর্তমানে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের দেশে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ার দাবি জানান।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে যুব কর্মশালার আয়োজন করা হয়।
আলোচনায় বক্তারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের তথ্য তুলে ধরেন।
আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।রাজনীতিতে হিন্দুদের প্রতিনিধিত্বের সুযোগ এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ার দাবি জানান তিনি।
ভারতের মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের পক্ষে মত দেন বিশিষ্ট নাগরিকরা ।