তারেকের নির্দেশেই খালেদা জিয়াকে মাইনাসের চেষ্টা চলছে : কামরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
তারেক রহমানের নির্দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাসের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে চিকিৎসা একমাত্র আদালতের মাধ্যমেই হতে পারে। সকালে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষের আলোচনা সভায় একথা বলেন তিনি। জানান, বিএনপি-জামায়াতের অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার কর্মী আদিলুর বিশ্বদরবারে মিথ্যা তথ্য দিয়েছিলেন। যা প্রমাণিত হওয়ায় তার বিচার হয়েছে। বিএনপি তা না মেনে আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি নির্বাচন বানচাল করলে পালানোর সুযোগ পাবে না বলেও জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।