আলুর বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ায় অভিযান চালিয়েছে
- আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
আলুর বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ায় অভিযান চালিয়েছে। বগুড়ার মোকামতলায় আর এন্ড আর কোল্ড স্টোরেজে দুপুরে অভিযান পরিচালনা করা হয়েছে।
কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম সফিকুজ্জামান বলেন, দেশে আলুর কোন সংকট নেই। মজুদার ও কালোবাজারিরা কৃত্রিম সংকট তৈরি করে আলুর বাজার অস্থির করে করেছে।তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এ সপ্তাহের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রনে না এলে ডিমের মত আলু আমদানির সুপারিশ করা হবে।
নীলফামারীর জলঢাকায় একটি হিমাগার ও বাজারে পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সকালে জলঢাকা উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম কর্মকর্তা বড়ঘাট
এলাকায় মুক্তা হিমাগারে অভিযানে যান। এসময় আলুর স্লিপ সহ চার
মধ্যস্বত্বভোগীকে ২০ হাজার করে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ সদরে ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে একটি হিমাগার প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খানের নেতৃত্বে উপজেলার কয়েকটি হিমাগারে তদারকি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় পশ্চিম মুক্তাপুরের দেওয়ান কোল্ড স্টোরেজে নিয়ম অমান্য করে চটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।