রাষ্ট্র এখন যন্ত্রণা, অত্যাচার-নিপীড়নের কারখানা : ফখরুল
- আপডেট সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮২১ বার পড়া হয়েছে
রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই– যন্ত্রণা, অত্যাচার ও নিপীড়নের কারখানা হয়ে গেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। আর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরল ইসলাম খান বলেন, বিপন্ন গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
ঢাকা রিপোর্টর্স ইউনিটি মিলনায়তনে ‘গায়েবি মামলা, পুলিশ রিমান্ড ও বিচারিক হয়রানি : বিপন্ন গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম।
প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গায়েবী মামলা, নির্যাতন নিপীড়ন চালিয়ে সরকার পতনের আন্দোলন থেকে নেতাকর্মিদের বিরত রাখা যাবে না। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, গত ১৫ বছরে সাংবাদিকতা ধ্বংস হয়ে গেছে। প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, অনেক সাংবাদিক গণতন্ত্র হত্যার পক্ষে সমর্থন দিচ্ছে-এটি জাতির জন্য লজ্জার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো সরকার ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।