বিদেশিদের নিয়ে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি : হানিফ
- আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেছেন, বিএনপি অপশক্তি দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা জনগণকে বিভ্রান্ত করে বিদেশীদের নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, দলের যৌথসভা শেষে তিনি একথা বলেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচির ঘোষণা দেন মাহবুব-উল আলম হানিফ।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর দলীয় কর্মসূচি ঠিক করা হয়। পরে প্রেস ব্রিফিংয়ে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সাত দিনের টানা কর্মসূচির কথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও পাল্টা কর্মসূচি নয়, আগামী নির্বাচনকে ঘিরেই এ কর্মসূচি দেয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন বলে ও জানান মাহবুব উল আলম হানিফ।