উন্নয়নশীল দেশের কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
উন্নয়নশীল দেশের কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ আগ্রহীদের সঙ্গে উপলব্ধি এবং দক্ষতা বিনিময় করতে প্রস্তুত। নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক: ইনোভেটিভ অ্যাপ্রোচ অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কভারেজ ইনক্লুসিভ অব মেন্টাল হেলথ অ্যান্ড ডিজঅ্যাবিলিটি’ শীর্ষক অধিবেশনে এ আহ্বান শেখা হাসিনা।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএ’র ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক: ইনোভেটিভ অ্যাপ্রোচ অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কভারেজ ইনক্লুসিভ অব মেন্টাল হেলথ অ্যান্ড ডিজঅ্যাবিলিটি’ শীর্ষক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
অধিবেশনে বহুপাক্ষিক বিভিন্ন অর্থায়ন সংস্থাকে উন্নয়নশীল দেশগুলোর কমিউনিটি স্বাস্থ্যসেবায় সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্বাস্থ্য সুখের মূল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চারদিকে আমরা আনন্দ ছড়িয়ে দিতে চাই।
এই সাইড ইভেন্ট স্বাস্থ্য এবং বাংলাদেশের জনকল্যাণে অভিন্ন অঙ্গীকারের আরেকটি নিদর্শন হয়ে থাকবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিন।
অধিবেশনে উপস্থিত ছিলেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্যমন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।