রংপুরের চিড়িয়াখানায় সেই শূন্য খাচাটি পূর্ণ করেছে রোমিও জুলিয়েট নামে দুটি বাঘ
- আপডেট সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
রংপুর চিড়িয়াখানায় দেড় বছর ধরে বাঘের খাচাটি শূন্য ছিলো। সেই শূন্য খাচাটি পূর্ণ করেছে দুটি রোমিও জুলিয়েট নামে দুটি বাঘ। অনেক দিন পরে খাঁচায় বাঘ দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। চিড়িয়াখানায় বাঘ আশায় দর্শনার্থী বাড়বে বলছেন কিউরেটর।
দীর্ঘ প্রতীক্ষার পরে মঙ্গলবার চট্টগ্রাম থেকে বিশেষ একটি ট্রাকে লাল কাপড়ের মোড়ানো খাঁচায় করে রংপুর চিড়িয়াখানায় আনা হয় একজোড়া বাঘ। দীর্ঘদিন পর বাঘকে দেখতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।
চিড়িয়াখানায় আনা বাঘ দুটির নাম দেয়া হয়েছে রোমিও জুলিয়েট। তাদের বরণ করে নিতে ছিল নানা আয়োজন। দীর্ঘদিন পর রংপুর চিড়িয়াখানায় বাঘ দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরাও
দীর্ঘদিন বাঘ না থাকয় চিড়িয়াখানা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল দর্শনার্থীরা। তাই একজোড়া বাঘ আসায় দর্শনার্থীর সাথে বাড়বে চিড়িয়াখানার আয়ও।
নতুন বাঘের আগমনে দর্শনার্থীদের সমাগম ঘটবে এমনটা প্রত্যাশা সকলের।