নরসিংদীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৫:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
এদিকে..নরসিংদীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত সপ্তাহ থেকে ক্রমশ তা বাড়ছে। হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে, পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে না বলে দাবী স্বাস্থ্য বিভাগের। এর মধ্যে নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুই নারী।
জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৮জনে। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯জন। বর্তমানে জেলা হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ১৩৮জন ডেঙ্গু রোগী। প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধিতে সাধারণ রোগীর পাশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এছাড়া শয্যা সংখ্যা সীমিত থাকায় বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। এদিকে..প্রাইভেট হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত টাকার চেয়ে বেশী টাকা আদায়ের অভিযোগ করেছেন রোগীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, হঠাৎ ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধিতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের বিনামূল্যে স্যালাইন ও ওষুধ দেয়া হচ্ছে। পর্যাপ্ত কীট, স্যালাইন ও ওষুধ মজুদ রয়েছে বলে জানিয়েছেন তারা।
সিভিল সার্জন বলছেন, ডেঙ্গু পরীক্ষয় প্রাইভেট হাসপাতালে সরকার নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা নিলে ব্যবস্থা নেয়া হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিয়ন্ত্রণসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৮ জুলাই পুষ্পা রানী সাহা নামে প্রথম এক বৃদ্ধ নারী মারা যান। আর ২৪ ঘন্টায় মারা গেছেন ফেরদৌসী নামে আরো এক নারী।