ব্যক্তিগত সুরক্ষা আইন তড়িঘড়ি করে প্রণয়ন না করার আহ্বান টিআইবির
- আপডেট সময় : ০৮:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
সাইবার সিকিউরিটি আইনের মতো ব্যক্তিগত সুরক্ষা আইন তড়িঘড়ি করে প্রণয়ন না করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আবারও বৈঠকের আহবান জানিয়েছে সংস্থাটি। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ আহবান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তথ্য সুরক্ষা বোর্ডে সরকারি কেউ যাতে না থাকে সেটিও নিশ্চিত করার দাবি জানায় টিআইবি।
রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ‘খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ এর ত্রুটিপূর্ণ বিধানসমূহের উপর নিজস্ব পর্যালোচনা তুলে ধরতে টিআইবির সংবাদ সম্মেলন। পর্যালোচনায় টিআইবির ডেটা প্রটেকশন অফিসার ড. মো. তরিকুল ইসলাম বলেন,গুরুত্বপূর্ণ আইনটির খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে।টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম বলেন, আইনটি সংশোধন না হলে, ব্যক্তির তথ্য সংরক্ষণে অধিক ঝুকি থেকে যাবে।
আর টিআইবির নির্বাহী পরিচালক তড়িগড়ি করে আইনটি পাস না করে অংশীজনদের সাথে বসে অসংগতিগুলো সংশোধনের আহবান জানান। সরকারি কাউকে না রেখে তথ্য সুরক্ষা বোর্ড কর্তৃপক্ষকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুললে, তার সুফল পাওয়া যাবে বলেও জানান ড. ইফতেখারুজ্জামান।