সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু, ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্য
- আপডেট সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু, ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্য। ৭ দিন আগে প্রতি কেজি আলু সর্বোচ্চ ৩৬, ডিম প্রতি পিস ১২ এবং ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেয়া হলেও, মানছেন না বিক্রেতারা। বৃষ্টির অজুহাতে আবারো বাড়ানো হয়েছে সবজির দাম। আমদানির পরও কেজিতে ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। খুচরা বিক্রেতারা আগেই বলছেন, সিন্ডিকেট না ভাঙলে স্বাভাবিক হবে না বাজার। আর ক্রমশ দ্রব্যমূল্যের চড়াদামে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন অসহায়, তখন নতুন করে এক-একটি পণ্যের দাম বাড়িয়ে ফায়দা লুটছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। আলু, ডিম, পেঁয়াজের মতো নিত্য কিছু পণ্যের দামের লাগাম টানতে দাম বেঁধে দেয় সরকার।
সরকারী দর তোয়াক্কা না করে সাতদিন ধরেই বাড়তি দামে পণ্য বিক্রি চলছে। আলুর কেজি ৪৫-৫০ টাকা, দেশি পেঁয়াজ কেজি ৮৫ টাকা আর ডিমের ডজন ১৫০ টাকা। খুচরা বিক্রেতাদের অভিযোগের আঙ্গুল পাইকার ও মজুতদারদের দিকে।
ক্রেতারা বলছেন, ব্যয় কয়েকগুণ বাড়লেও আয় আছে আগের জায়গায় থেমে। বাজারে এসে সেই ক্ষোভই ঝারলেন তারা।
চাল, ডাল, আটা-ময়দার উচ্চমূল্য স্থিতিশীল থাকলেও আবারো অস্থিরতা সবজির বাজারে। ১০০ টাকার গণ্ডি পেরিয়ে গাজর, বেগুন, টমেটোর স্বরাজ এখন। কাঁচা মরিচ ঝাঁজ ছড়াচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়।
গরু, খাসি ও মুরগির বাড়তি দামেতে স্থির থাকলেও অনেক চড়া মাছের বাজার। বাজারে ইলিশ মিললেও তা এখনো সোনার হরিণ।
দাম নিয়ন্ত্রণে লোক দেখানো উদ্যোগ বাদ দিলে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান ক্রেতাদের।