বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ
- আপডেট সময় : ০২:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও টাইগার বোলারদের পারফরম্যান্সে খুশি ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস। ডেথ ওভারে মোস্তাফিক কতটা কার্যকর তা আবারও মনে করিয়ে দিলেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্পিনার নাসুম আহমেদেরও প্রশংসা করেছেন নিক পোথাস।এদিকে, মিরপুরের কন্ডিশনকে আবারও চ্যালেঞ্জিং বলে অ্যাখ্যা দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন।
এশিয়া কাপের ব্যর্থতা ঘোছানো, বিশ্বকাপ প্রস্তুতি। সঙ্গে তামিম প্রত্যাবর্তন, মাহমুদউল্লাহ’র নিজেকে প্রমাণের মঞ্চ। সবকিছুই মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজটা ভীষন গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে।
তবে, প্রথম ম্যাচে বেরসিক বৃষ্টির হানা। খেলা শুরু হবার পর একবার দু’বার নয় শেরেবাংলায় বৃষ্টি হয়েছে দফায় দফায়। তাই বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড নয় শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টির। পরিত্যক্ত হয়েছে দু’দলের প্রথম ওয়ানডে।
বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে আলো ছড়িয়েছেন টাইগাররা বোলাররা। হোব অব ক্রিকেটে কিউইদের নাভিশ্বাস তুলেছেন মোস্তাফিজ-নাসুম আহমেদ। যা প্রশংসা পাচ্ছে টাইগারদের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাসের কাছে।
সিংক: নিক পোথাস, ভারপ্রাপ্ত কোচ, বাংলাদেশ।
মিপুরের উইকেট নিয়ে আপত্তি নেই পোথাসের। খারাপ উইকেটের জন্য বৃষ্টিকে দায়ী করেছেন তিনি।
আবারও বাংলাদেশ বোলারদের দাপুট দেখেছে কিউই ব্যাটাররা। তাই হোম কন্ডিশনে টাইগারদের এগিয়ে রাখলেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন।
অপ্রাপ্তির দিনে মোস্তাফিজ-নাসুমের বোলিং স্তস্তি দিলেও তামিম-মাহমুদউল্লাহ’র ব্যাটিং দেখার অপেক্ষা আরও বেড়েছে।