খালেদা জিয়ার কোন অঘটন ঘটলে সরকারকেই দায় নিতে হবে : ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার কোন অঘটন ঘটলে দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে একথা বলেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে সরকার কাপুরুষের পরিচয় দিচ্ছে। সরকার পতন আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর উত্তরা আব্দুল্লাপুর সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা। মিছিলে মিছিলে প্রকম্পিত হয় পুরো এলাকা। বিকেল তিনটার কিছুপর শুরু হয় সমাবেশ। এরই মধ্যে হাজারো নেতা-কর্মীরা উপস্থিতিতে কানায় কানায় পূর্ন হয় পলওয়েল মার্কেটে পাশের বেশ কয়েকটি সড়ক।
সমাবেশ সরকারের কর্মকান্ডের সমালোচনা করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানান বিএনপির নেতারা । প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না সরকার। তিনি বলেন, দেশ বিদেশে সবাই বলছে বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। রাজপথে আন্দোলন তীব্র করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।