দেশের ১৮ জেলার ওপর দিয়ে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
- আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি থাকবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়। মাঝারি থেকে ভারী অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও। এমন আবহাওয়া চলতি সেপ্টেম্বর মাসজুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৩৩ মিলিমিটার যা গত কয়েক বছর মধ্যে প্রথম। বৃষ্টি ফলে মানুষ পড়ে চরম দুর্ভোগের। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে সারাদেশে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। দিন- রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।