নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে নিহত ১, হাসপাতালে ৩

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৬০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভবনের গ্যাস লাইনের লিকেজের আগুনে বিস্ফোরণ হয়েছে।এতে দগ্ধ ৪ জনের মধ্যে এক নারী হাসপাতালে মারা গেছে।
ভোরে উপজেলার লাসারদী গ্রামের ছানাউল্লাহ মিয়ার ভবনের চারতলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, পাইপ লিকেজের গ্যাস রুমে জমে গিয়ে দিয়াশলাইয়ের আগুনে এ বিস্ফোরণ। স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎই ভবনের চারতলায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। পরে স্থানীয়রা চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তরুনী নিপার মৃত্যু হয়। অন্য তিনজন আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে আছেন।