বাংলাদেশের জনগণের মানবাধিকার রক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের মানবাধিকার রক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে মানবজাতির কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ১৯তম বারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র রক্ষা এবং এর প্রসারে সরকার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ।
ভাষণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগণের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্ত হবে উল্লেখ করে, বর্তমান বৈশ্বিক সঙ্কটসমূহ উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে আশাপ্রকাশ করেন তিনি।
যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে স্থায়ী শান্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।