দেশের বিভিন্ন জেলায় সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি
- আপডেট সময় : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন জেলায় সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এসময় তারা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দাবী আদায়ে আগামী ২ অক্টোবর এবং ১০ থেকে ১২ অক্টোবর কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
রংপুরে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃ ক্যাডার বৈষম নিরসনসহ ন্যায্য দাবী আদায়ে সকালে সংবাদ সম্মেলন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সকালে কুড়িগ্রাম সরকারী কলেজের কনফারেন্স রুমে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ। সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমানসহ বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আন্ত ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি আদায়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন সকালে লালমনিরহাট সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের সমস্যাসমূহ সমাধানের দাবিতে নড়াইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সংবাদ সম্মেলন করেছে।
জামালপুরে আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নায্য দাবিসমূহ আদায়ে সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি আশেক মাহমুদ কলেজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি সমূহ আদায়ে বিসিএস সাধারন শিক্ষা সমিতি দিনাজপুর ইউনিটের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় বিসিএস সাধারন শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন হয়েছে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক প্রফেসর মোঃ আজমল গণি।
৫ দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এছাড়াও মাদারীপুর, পঞ্চগড়, মানিকগঞ্জ, নওগাঁ, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।