নভেম্বরে তফসিল ঘোষণা আর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন : আনিছুর রহমান
- আপডেট সময় : ০৮:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
ভিসানীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। এটা সরকারের বিষয়। সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে, আর জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। দুপুরে গাজীপুরে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির সাথে ইসির আর সংলাপের সুযোগ নেই বলেও জানান আনিছুর রহমান।
গাজীপুরের শ্রীপুরে কয়েক ধাপে ২ লাখ ৮৫ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের এই অনুষ্ঠান। ৫ম ধাপে শ্রীপুর উপজেলায় স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন ভিসানীতি নিয়ে ভাবছে না ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়েও কথা বলেন তিনি। বিএনপির সাথে সংলাপের আর সুযোগ নেই। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনার পথ খোলা রয়েছে বলেও জানান আনিছুর রহমান।