ইরাকে বিয়েবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫০ জনে দাঁড়িয়েছে

- আপডেট সময় : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
ইরাকে বিয়েবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫০ জনে দাঁড়িয়েছে। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট
সোসাইটি। গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বর ও কনে এখনো জীবিত এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম।
নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের সংখ্যা চূড়ান্ত করা যাচ্ছে না। তবে তিনি মনে করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভোরেও ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকর্মীরা। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর হলরুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এ ঘটনা ঘটে। ইরাকি নিউজ এজেন্সি নিনার পোস্ট করা ছবিতে দমকলকর্মীদের আগুন নেভাতে দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় দেয়া স্থানীয় সাংবাদিকদের ছবিগুলোতে বিয়ের অনুষ্ঠানস্থলের পুড়ে যাওয়া অংশ দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনক এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।