বরগুনার ইকো ট্যুরিজম সোনাকাটা ইকোপার্ক যে কাউকে মুগ্ধ করে
- আপডেট সময় : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
একদিকে গাছগাছালির শ্যামল ছায়া অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গের শোঁ শোঁ গর্জন। মায়াবী চিত্রল হরিণের দুরন্তপনা, রাখাইন নৃগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ জীবন, আর বালিয়াড়িতে দাঁড়িয়ে সূর্যাস্ত-সূর্যোদয়ের অপরূপ দৃশ্য যে কাউকে মুগ্ধ করে । এমন দৃশ্য বরগুনার ইকোপার্কে।
বরগুনার রাখাইন অধ্যুষিত তালতলীর সর্বদক্ষিনে টেংরাগিরি সংরক্ষিত বনে ইকো ট্যুরিজম সোনাকাটা ইকোপার্ক। দর্শনার্থীদের আকৃষ্ট করতে পার্কের মধ্যে অবমুক্ত করা হয় হরিন, মেছোবাঘ, কুমির, শুকোরসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। শুধু সোনাকাটা ইকোপার্কই নয়।
বরগুনায় রয়েছে ক্ষুদ্র নৃ গোষ্ঠী রাখাইন সম্প্রদায়। রয়েছে হরিনঘাটা বনকেন্দ্র, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, লালদিয়ারচর, সোনার চর, আশারচর, মোগল স্থাপত্যের নিদর্শন বিবিচিনি শাহী মসজিদ, সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টেসহ কমপক্ষে ছোট বড় ২০টি পর্যটন কেন্দ্র। যা প্রতিনিয়ত দর্শনার্থীদের আকৃষ্ট করছে।
বরগুনার পর্যটনকে বিকাশের জন্য ব্যাক্তিপর্যায়েও গড়ে উঠছে বিভিন্ন পর্যটন কেন্দ্র।
পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহীনি।
দেশিবিদেশি পর্যটককে আকৃষ্ট করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানালেন বরগুনার জেলা প্রশাসক।
বরগুনায় পর্যটন শিল্পাঞ্চল গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ এমটাই প্রত্যাশা দক্ষিনাঞ্চলবাসীর।