দেশের ওপর মার্কিন ভিসানীতি লজ্জার : ফখরুল
- আপডেট সময় : ০৭:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ভিসানীতি খুশির খবর নয় বরং দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ কি হবে তা আগামী কয়েক দিনের উপর নির্ভর করছে। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ’র স্মরনসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেরা রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে এখন বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে। তবে কোন প্রচেষ্টাতেই বিএনপি ভাঙা যাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রায়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর মৃত্যু বার্ষিকীর স্মরণসভার আয়োজন করে হান্নান শাহ স্মৃতি সংসদ। প্রধান অতিথি বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। গোটা জাতি সংকটে রয়েছে দাবি করে তিনি বলেন, দেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী কয়েক দিনের উপর।জাতির অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।