স্মার্ট বাংলাদেশের চিন্তা মাথায় রেখে আগামী নির্বাচনের ইশতেহার প্রস্তুত করা হচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৫১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশের চিন্তা মাথায় রেখে আগামী নির্বাচনের ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে কাজ করছে বর্তমান সরকার জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ ও মানুষই তাদের অন্যতম শক্তি। ভাজির্নিয়ায় তিনি বলেন, দিন বদলের সনদে স্মার্ট বাংলাদেশ তৈরিতে কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগই পারে ভাগ্য পরবর্তন করতে এমন আস্থা নিয়ে নির্বাচনের অপেক্ষা করছেন দেশের মানুষ। বিএনপি বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, গেলো ১৫ বছরে দেশের মানুষের সব মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করেছে সরকার। মর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।