প্রতিষ্ঠার ৫১ বছরে কৃষক লীগের মহাসমাবেশ শনিবার

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠার ৫১ বছরে কৃষক লীগের মহাসমাবেশ শনিবার। এই প্রথম আওয়ামী লীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বুকে দুই লাখ কৃষক-কৃষাণীকে ঢাকায় এনে জড়ো করার প্রস্তুতি নেয়া হয়েছে।
বিএনপি-জামায়াতের শাসনামলে সার ও বিদ্যুতের দাবিতে আন্দোলনে শহিদ কৃষকদের স্মরণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ শুরু বেলা দুইটায়। স্মরণকালের সেরা শোডাউনের প্রস্তুতি নিতে কৃষক লীগ ৭১টি সভা করেছে। শতাধিক ভার্চুয়ালি সভা করা হয়েছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে কৃষকরা সমাবেত হবেন। উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।