৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ বিমান বাহিনী
- আপডেট সময় : ০৭:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৮৭ বার পড়া হয়েছে
ঢাকার আকাশে হরেক রকমের বিমানের মনোমুগ্ধকর ফ্লাই পাস্টের মাধ্যমে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ বিমান বাহিনী। ঢাকা ক্যান্টনমেন্টের বাশার ঘাঁটি থেকে আকাশে বিমানের এই ফ্লাইপাস্ট উপভোগ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানসহ পদস্থ কর্মকর্তারা।
শরতের আকাশ ভেদ করে মুগ্ধতা ছড়ায় বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান। প্রতিষ্ঠার ৫২ বছর উপলক্ষে বিমান বাহিনীর বিভিন্ন মডেলের যুদ্ধ বিমান, পরিবহন বিমান ও হেলিকাপ্টার সমন্বয়ে ফ্লাইপাস্টের রঙে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ।
চৌকস বৈমানিকের নেতৃত্বে বাশার বেইজ বিমান ঘাঁটিতে চলে একের পর এক বর্নিল ফ্লাইপাস্ট। বর্নিল এই আয়োজন উপভোগ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানসহ পদস্থ কর্মকর্তারা। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর কারিগরি পেশার বিমানসেনা ও বেসামরিক বৈমানিকসহ ৫৭ জন সদস্য নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ‘কিলো ফ্লাইট’ নামে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে।প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও বাহিনীর সার্বিক উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী।