দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটিসহ ৪ দাবি হিন্দু মহাজোটের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটি ও প্রতিটি মন্দিরে সরকারি খরচে সিসি টিভির ব্যবস্থা করাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।
জাতীয় প্রেসক্লাবে হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, শারদীয় দুর্গা পূজা ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা ভাঙচুর শুরু হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। পূজার সময় ২০২১ সালের মতো যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত না আসে সেজন্য সরকারকে তার ব্যবস্থা করার আহবান জানান জাতীয় হিন্দু মহাজোট নেতারা। এসময় তারা ৪ দফা দাবি তুলে ধরেন।