দেশের ৯ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা : আবহাওয়া অফিস
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
দেশের ৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে এ মাসে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে তথ্য দিচ্ছে এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফলে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির কারণে রংপুর, সিলেট ও চট্টগ্রামে স্বল্প মেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভারতে অবস্থান করা স্থল লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। ফলে আজ থেকে টানা সাতদিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, পূর্ণিমা ও উজানের ঢলে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।