বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে দেশের ঐতিহ্য
- আপডেট সময় : ০৪:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে বরাবরের মতো এবারও ফুটিয়ে তোলা হয়েছে দেশের ঐতিহ্য। যে জার্সি পরে খেলবেন সাকিব-মুশফিকরা– সে জার্সির কাপড় তৈরী করা হয়েছে বাঘের ডোরা-কাটা নকশা দিয়ে। সেই সাথে জার্সিতে আছে নকশীকাঁথা ও জামদানির কারুকাজ। ভারতের কন্ডিশন বিবেচনাতেও বাড়তি সতর্ক ছিলো জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
ভারত বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়ে গেছে আগেই। থিম সং প্রকাশ, দল ঘোষণা, জার্সি উন্মোচন–সবই উত্তেজনার অংশ। যে রেসে পিছিয়ে নেই বাংলাদেশও।
সেই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর নিজেদের ডিজিটাল প্লাটফর্মে অনেকটা অভিনব কায়দায় বিশ্বকাপ জার্সি উন্মোচন করে বিসিবি। যথারীতি এবারও লাল-সবুজের মিশেলে হয়েছে জার্সি। ডিজাইনে কি কি আছে তার বিস্তারিত জানালেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের কর্ণধার।
এবার আলাদা করে প্রশংসা পাচ্ছে বিশ্বকাপের জার্সি। ভারতের কন্ডিশন বিবেচনাতেও বাড়তি সতর্ক ছিলো জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
তবে, এবার এই সবুজ জার্সি পরেই পুরো আসর খেলতে হবে সাকিব-তামিমদের। আইসিসির নির্দেশনা না থাকায় এবার বাদ দেয়া হয়েছে ভিন্ন ডিজাইন ও রঙের দ্বিতীয় জার্সি।
এবার চাইলেও কোনো সাধারণ ক্রিকেটপ্রেমী কিনতে পারবেন না টাইগারদের অফিসিয়াল জার্সি। কারণ এবার কোনো প্রতিষ্ঠানের সাথে জার্সি বিক্রির চুক্তি হয়নি বিসিবি’র।