দ্বিগুণেরও বেশি রোগীর চাপ থাকলেও,কম সংখ্যক জনবল দিয়ে চলছে চিকিৎসা সেবা
- আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৬৭০ বার পড়া হয়েছে
২৫০ শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন দ্বিগুণেরও বেশি রোগীর চাপ থাকলেও ১০০ শয্যার কম সংখ্যক জনবল দিয়েই চালানো হচ্ছে চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তির পাশাপাশি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল নিয়োগ- প্রক্রিয়ার মধ্যেই আটকে আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে হাসপাতালের বর্হিবিভাগের চিত্র একইরকম। চিকিৎসকের সাক্ষাৎ পেতে গাদাগাদি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় নানা বয়সি রোগীদের। ভোগান্তির পরও রোগ বিবেচনায় মেলে না চিকিৎসকের দেখা। প্রতিদিন প্রায় ১৫শ’ থেকে ২ হাজার রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসক না থাকায় এ অবস্থার সৃষ্টি।
২৫০ শয্যার হাসপাতালে ৫ শতাধিক রোগী ভর্তি থাকায় চিকিৎসক ও জনবল সংকটে মিলছে না চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা। অনেককে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দায়।
জেলার প্রায় ২৪ লাখ মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। নানা সংকটের কথা স্বীকার করে চিকিৎসকসহ জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক।
২০১৭ সালে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নিত করা হলেও হাসপাতালে মঞ্জুরকৃত ৪৩ চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র ২৫ জন চিকিৎসক। আর নার্সসহ অন্যান্য ১৬৯ পদের বিপরীতে রয়েছেন ১৪৯ জন।