উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে পেয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০১:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১৭০৫ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে পেয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। এফসি পোর্তকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। আর জার্মান ক্লাব লেইপজিগের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সিটিজেনরা। তবে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। এদিকে বুরুশিয়া ডর্টমুন্ডের সাথে গোলশুন্য ড্র করেছে এসি মিলান।
টানা দুই ম্যাচ পরাজয়ের পর জয়ের ধারায় ফিরলো ম্যান সিটি। শেষ মুহূর্তের ম্যাজিকে লেইপজিগকে হারিয়েছে ৩-১ গোলে। এর ফলে জি-গ্রুপের শীর্ষস্থানে সিটিজেনরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো সিটির। কিন্তু ডি-বক্সের ভিতর থেকে জাল ভেদ করতে পারেননি ফিল ফোডেন। ঠিক ১০ মিনিট পরেই রিকো লুইসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই ইংলিশ তারকা।
৬ মিনিট পর সহজ সুযোগ হাতছাড়া হয় হলান্ডের। ফলে লিড দ্বিগুণ করতে ব্যর্থ হয় সিটি। তবে বিরতি থেকে ফিরেই দুর্দান্ত এক গোলে লেইপজিগকে সমতায় ফেরান লুইস ওপেন্ডা।
এরপর একাধিক আক্রমণেও গোল পায় নি সিটি। ফল ম্যাচের ভাগ্য গড়াতে থাকে ড্র-য়ের দিকে। ঠিক সে সময় দুর্দান্ত এক গোলে ম্যানসিটিকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ।
অন্যদিকে অতিরিক্ত সময়ে আলভারেজের পাস থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন জেরেমি ডকু।
অন্যম্যাচে এফসি পোর্তর বিপক্ষে বার্সার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ফেরান তোরেস। এলকায় গুন্ডগানের পাস থেকে তোরসের গোলে পূর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।