দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
- আপডেট সময় : ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুই দিন কোথায় কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকায় এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দিনভর থেমে থেমে বৃষ্টি ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ৩০ মিনিটের পথ পার হতে অনেকের তিন ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পর গেলোরাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকার বেশকিছু এলাকা। মধ্যরাতে আমিনবাজার পাওয়ার গ্রিড বিপর্যয়ে প্রধানমন্ত্রীর বাসভবনেও এর প্রভাব পড়ে। তবে দ্রুতই সচল করতে কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।
ভারি বর্ষণের ফলে রাজশাহী নগরীর নিচু এলাকা তলিয়ে গেছে। দুদিনের টানা বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে নগরীর প্রায় সকল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চলতি বছরের এই প্রথম সর্বোচ্চ ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় রাজশাহীতে।
ভারতের উজান থেকে ভাটির দিকে ধেয়ে আসা তিস্তার প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়া এলাকার স্বেচ্ছাশ্রমে তৈরি করা গ্রামরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা ভেসে যাওয়ার পাশাপাশি কয়েক শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।