৯ অক্টোবর সারাদেশে সমাবেশ ও ১৪ অক্টোবর অনশনের কর্মসূচি ঘোষণা বিএনপির

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
চেয়ারপারর্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর জেলা, মহানগর ও সারাদেশে সমাবেশ এবং মিছিল করবে বিএনপি।
একই দাবিতে ১৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে অনশনের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগের দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র সমাবেশের পাশাপাশি ১৬ তারিখে ঢাকায় যুব সমাবেশের আয়োজন করা হবে।
এছাড়া ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি দেয়া হতে পারে। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভাগীয় রোডমার্চ শেষে, বন্দর নগরীর লাভলেইন মোড়ের সমাবেশে মির্জা ফখরুল বলেন, সারাদেশের রোডমার্চে লাখো জনতা অংশ নিয়ে সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা জানিয়েছে।