জন্মনিবন্ধন সার্ভারে জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর

- আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
জন্মনিবন্ধন সার্ভারে জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেল জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় ঢাকা উত্তরের সিটি মেয়র বলেন, জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনে আলাদা সার্ভার তৈরি করতে হবে।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি মেয়র বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন জন্মনিবন্ধনের সমস্যা অপ্রত্যাশিত। এতে সরকারের ইমেজ সংকট তৈরি হচ্ছে।
প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী বলেন, লোকবল সংকট ও সার্ভার জটিলতাসহ সব সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। ধীরগতিতে সার্ভার চলে বলেই কিছুটা সমস্যা হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। জন্মনিবন্ধন সংক্রান্ত জটিলতা নিরসনে সোমবার মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে বলে জানান তাজুল ইসলাম।