কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
পানি নেমে যাওয়ায় কুড়িগ্রামের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন, এতে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি।
গত কয়কে দিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নদীভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। পানি বৃদ্ধি পর কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘর-বাড়ি ও ফসলী নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন জানায়, ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।