বঙ্গপোসাগরীয় অঞ্চলে গণতন্ত্র দুর্বল হওয়ায় বাড়ছে শক্তিশালী রাষ্ট্রের আধিপত্য : দেশী-বিদেশী বক্তারা
- আপডেট সময় : ০৮:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বঙ্গপোসাগরীয় অঞ্চলে গণতন্ত্র দুর্বল হওয়ায় বাড়ছে শক্তিশালী রাষ্ট্রের আধিপত্য। ঢাকায় সিজিএসের তিন দিনব্যাপী সম্মেলনে একথা বলেন দেশী-বিদেশী বক্তারা। তারা বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের উন্নয়নের আড়ালে, মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে সুশীল সমাজের মূল্যায়ন হওয়া প্রয়োজন বলেও মত দেন বক্তারা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএস আয়োজিত তিনদিন ব্যাপী ‘বে অব বেঙ্গল সম্মেলন’ শুরু হয়েছে।
গণতন্ত্র ও শান্তির পথে ইন্দো প্যাসেফিকের দেশগুলোর বিদ্যমান সমস্যা সম্মেলনে আলোকপাত করার কথা জানান সিজিএসের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী।
মালির সাবেক প্রধানমন্ত্রী মওসা মারা বলেন, বর্তমানে গণতন্ত্র চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বেড়েছে শক্তিশালী রাষ্ট্রের প্রভাব।
অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে সুশীল সমাজকে মর্যাদা দেয়া প্রয়োজন বলে জানান সিপিডি সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
আর নিউ এইজ সম্পাদক নুরুল কবির বলেন, তথ্য বিভ্রান্তির মাধ্যমে উন্নয়নের আড়ালে, গণতান্ত্রিক অধিকার বাধা দেয়া হচ্ছে।
সম্মেলনে বিশ্বের ৭৫টি দেশের গবেষক, লেখক, সাংবাদিক ও রাজনীতিকরা মতামত তুলে ধরছেন।