বন্ধুকে খুন করে বাড়ির উঠানে মাটি চাপা, দুই সন্ত্রাসী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
পিরোজপুরে বন্ধুকে খুন করে বাড়ির উঠানে মাটি চাপা দিয়ে চট্টগ্রামে লুকিয়ে থাকা শেখ রুমান হোসেন ও মাসুম বিল্লাহ নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সন্ধ্যায় পাহাড়তলী থানার হাজী ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় হাজীক্যম্প এলাকার চেকপোস্টে দুই যুবক সন্দেহজনক আচরণ করে। এক পর্যায়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে মোবাইল চুরি করে চট্টগ্রামে পালিয়ে আসার কথা বললেও একপর্যায়ে হাসানুর রহমান অপু নামে একজনকে খুন করে মাটি চাপা দেয়ার কথা জানায় তারা। বোনের সঙ্গে পরকিয়া সন্দেহে রুমন ও তার পরিবারের সদস্যরা অপুকে খুন করা হয় বলে জানায় দুজন। পরে পিরোজপুর পুলিশের সহায়তায় নৃশংস এই ঘটনা সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।