আ’লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না : আমীর খসরু
- আপডেট সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবার শুধু বিএনপির আন্দোলন নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলন। যার ফয়সালা হবে রাজপথে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনডিএম’র সেমিনারে একথা বলেন তিনি।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা শীর্ষক সেমিনার আয়োজন করে এনডিএম থিংক ট্যাংক। সেমিনার বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে তারা এখন আওয়ামী লীগের নেতাদের মতো বক্তব্য দিচ্ছে। সেমিনারে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন সরকারের ভোটচুরির প্রকল্পের অংশ।
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অধিকার আওয়ামী লীগের নেই জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সব রাজনৈতিক দলের ঐকমতে হয়েছিল। অবৈধভাবে আওয়ামী লীগ বাতিল করেছে। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহবান জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।