মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আইন তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৮০০ বার পড়া হয়েছে
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আইন তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে ইউপি চেয়ারম্যানরা মেয়াদ শেষে দায়িত্বে থাকতে পারবেন না-এমন বিধান রেখে স্থানীয় সরকার আইন সংশোধনের খসড়া অনুমোদন দেয়া হয়। সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি জানান, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আট দিন বাড়িয়ে ‘বাংলাদেশ শ্রম আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে, শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। সভায় স্থানীয় সরকার আইন, বিদেশী স্বেচ্ছাসেবী সংস্থা আইনসহ ৫টি আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, স্থানীয় সরকার সংশোধন আইনে মেয়াদ শেষ হওয়ার পর কোনো ইউপি চেয়ারম্যান দায়িত্বে থাকতে পারবেন না। নতুন আইনে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা যাবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, শ্রম আইনের সংশোধনীতে বলা হয়েছে, এখন থেকে নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পাবেন ১২০ দিন, যা আগে ছিল ১১২ দিন।
সংশোধিত বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা আইনে বলা হয়েছে, অনুমোদন ছাড়া বিদেশি সংস্থা বাংলাদেশে কোনো জমি ক্রয়, দান বা গ্রহণ করতে পারবে না বলেও জানান মাহবুব হোসেন।