দিরাই-শাল্লা আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী প্রদ্যুৎ কুমার তালুকদার
- আপডেট সময় : ০২:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক : সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সিলেটস্থ দিরাই-শাল্লাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও আওয়ামিলীগ সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর (শুক্রবার) সিলেটস্থ দিরাই-শাল্লা বাসীর পক্ষ থেকে সিলেট নগরীতে এ আয়োজন করা হয়। ছাত্রলীগ নেতা জয়ন্ত সামন্তের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী, শিক্ষানুরাগী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার।
বক্তারা প্রদ্যুৎ কুমার তালুকদারকে উষ্ণ সংবর্ধনা পাশাপাশি সরকারের উন্নয়ন নিয়ে বিশেষ আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা। সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগ পূর্ণাঙ্গ কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই, সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সংগ্রামী সভাপতি নুরুল হুদা মুকুট ও বিপ্লবী সাধারণ সম্পাদক স্মার্ট জননেতা নোমান বখত পলিনকে।’
স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রদ্যুৎ কুমার বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে আমরা আজ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছি। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে আবারও নৌকাকে জয়ী করার কোন বিকল্প নেই বলে জোর দেন তিনি।’
তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে আমিও মনোনয়ন প্রত্যাশী। আমি চাই দিরাই-শাল্লার সকল স্মার্ট তরুণদের নিয়েই গড়ে তুলবো আগামীর স্মার্ট বাংলাদেশ।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস বলেন, ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রদ্যুৎ কুমার তালুকদারের মত স্মার্ট নেতৃত্ব দরকার। আমরা চাই দিরাই-শাল্লার নেতৃত্ব স্মার্ট নেতার মাধ্যমেই বাস্তবায়িত হোক।’
এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ভক্ত মোহন দাস, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা পিযুষ কান্তি তালুকদার, আওয়ামীলীগ নেতা রহমত আলী তালুকদার, অধ্যাপক মাসুদ মিয়া, অধ্যক্ষ হারুন ওর রশিদ, আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী দুর্জয় পুরকায়স্থ পিযুষ কান্তি সরকার, সেচ্ছাসেবক লীগ নেতা সুবির তালুকদার, আওয়ামী লীগ নেতা রতি লাল দাস, স্বপন বর্মন, ছাত্রলীগ নেতা আযহারুল ইসলাম রাসেল, ছাত্রলীগ নেতা হিমকর তালুকদার বাধন, ছাত্রলীগ নেতা সৌরভ তালুকদার ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।