নদীর ভাঙ্গনে নি:স্ব হয়ে পড়ছে কুড়িগ্রামে তিস্তার দুই পাড়ের মানুষ
- আপডেট সময় : ০১:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
বর্ষা এলেই উজানে ভারতের অংশে ভারী বৃষ্টিপাত ও যখন-তখন একতরফা পানি ছেড়ে দেয়ায় খরস্রোতা এই নদীর ভাঙ্গনে নি:স্ব হয়ে পড়ছে কুড়িগ্রামে তিস্তার দুই পাড়ের মানুষ। এ অবস্থায় দ্রুত স্থায়ী তীর রক্ষা ও নদী খননের কাজ করে ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবি ভুক্তভোগীদের। ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে জরুরী ভিত্তিতে কাজ করাসহ প্রক্রিয়াধীন তিস্তা প্রকল্প বাস্তবায়নই লক্ষ্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের।
ভারতের সিকিম থেকে নেমে উজানী ঢলে ভাঙ্গণ শুরু হয় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালির মেলা ও রামহরি এলাকায়। প্রায় সাড়ে ৪শ মিটার এলাকাজুড়ে পাকা-কাঁচা ঘর-বাড়ি, গাছপালা ও ফসলী জমি ভাঙ্গনের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।
কয়েক বছর ধরে মহাপরিকল্পণা বাস্তবায়নের আশায় বুক বেঁধে থাকলেও এভাবে প্রতিবছর সবকিছু হারিয়ে নি:স্ব হয়ে পড়ছে নদী পাড়ের শত শত পরিবার। নদীর ভাঙ্গা-গড়ার খেলার সাথেই গড়িয়ে চলছে তাদেও জীবন। ঝুঁকি নিয়ে তাদের বসবাস করতে হচ্ছে নদীর পাড়েই।
তবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তায় স্থায়ী ভাঙ্গন রোধে কোন প্রকল্প না থাকায় এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ৪২ কিলোমিটার দৈর্ঘের তিস্তা নদীর ভাঙ্গণ চলছে।