আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ৬, মানিকগঞ্জে চারজন মুন্সীগঞ্জ ও সাভারে ১২জন নিহত
- আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ৬, মানিকগঞ্জে চারজন মুন্সীগঞ্জ ও সাভারে ১২জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১২ জন। সাতসকালে সড়কে ঝরল ১২টি তাজা প্রাণ। বুধবার সকালে চার জেলায় পৃথক দুর্ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ত্রিশালে ৫ জন, মানিকগঞ্জে চারজন, সাভারে এক ও মুন্সীগঞ্জে একজন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের বাসের চাকা পাংচার হলে যাত্রীরা বাস থেকে নেমে মহাসড়কের পাশে অন্য বাসের জন্য অপেক্ষায় ছিলেন। সে সময়ে পেছন থেকে দ্রুত গতির আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় লেগুনার চারজন যাত্রী নিহত হয়েছেন। সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে আকিজ গ্রুপের একটি স্টাফ বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা লেগুনাটি রাস্তার পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। লেগুনায় থাকা ৩ যাত্রী ও চালক ঘটনাস্থালেই মারা যান। গুরুতর আহত ২ জনকে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভাটেরচরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মানিক নামের এক লরি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। সাভারের দক্ষিণ রাজাশনে শিশু মুস্তাকিম রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে উল্টো দিকের দ্রুত গতির অটোরিক্সা উল্টে পড়লে মারাত্মক আহত হয় সে। পরে হাসপাতালে নিলে সেখানেই মারা যায় শিশুটি।