তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি বিএনপি : ফখরুল
- আপডেট সময় : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৭৯২ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি বিএনপি। দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ বর্তমান সরকারের অধিনে আর কোন নির্বাচন হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।
রাজনৈতিক সমসাময়িক বিষয়ে দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন,নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে সরকারের সঙ্গে সংলাপে যেতে বাধা নেই বিএনপির। ‘বিএনপি সমঝোতার পথ বন্ধ করেছে’ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে দেয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল ।
সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আর কোন একতরফা নির্বাচন এ দেশে হবে না। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।