ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পরেও মানুষের মৃত্যু দুঃখজনক : তাজুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পরেও আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু দুঃখজনক বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে শুধু মাত্র ওষুধ ছিটিয়ে এটা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমস্যা খুঁজে বের করে সমাধান করা জরুরি মনে করেন তিনি।
সকালে, রাজধানীর এক হোটেলে বিশ্বব্যাংকের ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মশালায় এসব কথা বলেন তাজুল ইসলাম। মন্ত্রী আরও বলেন, গদবাঁধা নিয়মে কয়েকজন কর্মচারীকে দিয়ে ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করা জরুরী। ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। জলবায়ু পরিবতনের কারণে বেড়েছে ডেঙ্গুর বিস্তার। ডেঙ্গু নিয়ন্ত্রণে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে সেল গঠন করা হয়েছে বলেও জানান তাজুল ইসলাম।