গেলো ১৫ বছরে সরকার আর্থিক খাত থেকে ৯০ হাজার কোটি টাকা লোপাট করেছে : ফখরুল
- আপডেট সময় : ০১:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
গেলো ১৫ বছরে সরকার আর্থিক খাত থেকে ৯০ হাজার কোটি টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লুটপাটে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। শুধু অর্থনীতি নয়, বর্তমান সরকার দেশের গণতন্ত্রের জন্যও হুমকি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
আওয়ামী লীগ সরকারের দেড় দশকে ব্যাংকিং খাতে চরম অব্যস্থাপনা ও লাগামহীন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুরুতেই বৈশ্বিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগের লুটপাটে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, উন্নয়নের নামে দেশ আজ দেউলিয়া হওয়ার পথে।
শুধু অর্থনীতির জন্যই নয়, বর্তমান সরকার দেশের গণতন্ত্রের জন্যও চরম হুমকির দাবি করে, এদের বিতারিত করার বিকল্প নেই বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।