সুষ্ঠু নির্বাচনের প্রলোভন দেখিয়ে জনগণকে ধোকা দিয়ে বোকা বানানোর সুযোগ নেই : সৈয়দ রেজাউল করিম
- আপডেট সময় : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৮০২ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের প্রলোভন দেখিয়ে ১৪ ও ১৮ এর মতো জনগণকে ধোকা দিয়ে বোকা বানানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম। বিকেলে দৈনিক বাংলা মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হলে রাজপথে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন মুফতি সৈয়দ রেজাউল করিম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে সমাবেশ করে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ। এতে অংশ নিয়ে সংগঠনের নেতারা বলেন, ২০১৪ ও ১৮ এর মতো নির্বাচন সরকারকে করতে দেয়া হবে না। বলেন, সরকারকে বিতাড়িত করতে দেশের জনগণ ঐক্যমত হয়েছে। ২৫ দফা কর্মসূচি ঘোষণা করে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতারা।
প্রধান অতিথি ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ২০০৭ সালে লগি-বৈঠা দিয়ে তত্ত্বাবধায়ক আদায় করে ক্ষমতায় বসে তত্ত্বাবধায়ক মানতে চান না শেখ হাসিনা ।
নির্বাচনকালিন জাতীয় সরকারের দাবি আদায় না হলে রাজপথে জনগণ ফয়সালা করবে বলেও হুশিয়ারী দেন তিনি। লিস্তিনের ওপর ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুসলমানদের তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মুফতি সৈয়দ রেজাউল করিম।