আবারও বাড়ল ডিমের দর
- আপডেট সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
বাজার করতে এসে চরম অস্বস্তিতে পড়ছে মধ্য ও নিম্নবিত্ত পরিবার। দীর্ঘদিন ধরেই মাছ-মাংস, সবজিসহ নিত্যপণ্যের চড়া দামে করুণ অবস্থা সাধারণ মানুষের। ন্যূনতম ৬০-৭০ টাকার কমে মিলছে না তেমন কোনো সবজি। সরকারের পক্ষ থেকে ডিম-আলু-পেঁয়াজের বেঁধে দামকে আগেই বুড়ো আঙ্গুল দেখিয়েছে বিক্রেতারা। ক্ষুব্ধ ক্রেতারা বলেছেন, বাজারে লোক দেখানো অভিযান ছাড়া তেমন কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি সরকারের পক্ষ থেকে।
আবারো বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। ভালো মানের পেঁয়াজের কেজি ১০০ টাকা। শুধু ডিম-পেঁয়াজ নয়। আলুসহ সব রকম সবজির দামই চড়া। বরাবরের মত খুচরা বিক্রেতারা দুষছেন পাইকার ও আড়তদারদের।
সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণের পরও মিলছে না সুফল। ব্যবসায়ীরা বলছেন, সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দাবি করলেও সংকট কাটছে না।
একটি ডিম কিনতে গুণতে হচ্ছে ১৫ টাকা। যেখানে সরকার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে আরো অনেক আগেই। দেশী পেঁয়াজের কেজি ১০০ টাকা। দ্রব্যমূল্যের টানা উর্ধ্বগতিতে ক্ষুব্ধ মানুষ। ৭০ টাকার নিচে মিলছে না কোন সবজি। বেগুন, কাঁকরোল, টমেটো, কচুরমুখির কেজি ১০০ টাকা। এদিকে, আদা-রসুন, চাল-ডাল, আটা-ময়দা, মাছ-মাংসের দাম আগের মতই চড়া।
বাজার নিয়ন্ত্রণে সাধারণ মানুষের দাবি বরাবরই উপেক্ষিত হয়ে আসছে। ফলে বাজার করতে এসে চরম অস্বস্তিতে পড়ছেন মধ্য ও নিম্নবিত্ত পরিবার।