রোহিঙ্গা সংকটের মধ্যে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক নিয়ে অ্যান ইভালুয়েশন থ্রু গ্রন্থের প্রকাশনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২২০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স বিসিআইপিএ রোহিঙ্গা সংকটের মধ্যে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক নিয়ে অ্যান ইভালুয়েশন থ্রু গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়। বইটি প্রকাশ করেছে আল-হামরা পাবলিকেশন্স।
সকালে রাজধানীর গুলশানে এক হোটেলে বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইয়ের লেখক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক গ্রন্থের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের একাডেমিয়ার বিশিষ্ট সদস্যদের প্যানেলের সম্মানিত প্যানেলিস্টরা।
এই কর্মসূচিতে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কের নিরাপত্তার মাত্রা নিয়ে আলোচনা হয় যা রোহিঙ্গা সংকটের বিবর্তনের সাথে বিকশিত হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিআইপিএর নির্বাহী পরিচালক প্রফেসর ডঃ শাহাব এনাম খান।