কুড়িগ্রামের বৃষ্টির পানির স্রোতে রেলসেতু ক্ষতিগ্রস্থ হয়ে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টির পানির স্রোতে রেলসেতু ক্ষতিগ্রস্থ হয়ে কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সেতুর নিচে ইটের পিলার ধ্বসে যাওয়ায় ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। ফলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে পারবতীপুরগামী লোকাল ট্রেন ও কুড়িগ্রাম থেকে কাউনিয়া যাতাযাত করা একটি শ্যাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
অস্থায়ী ভিত্তিতে সেতু মেরামতের কাজ করছে রেল কর্তৃপক্ষ। তিস্তা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী জানান, গতরাত থেকে মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
রেল কর্তৃপক্ষ জানায়, কাজ শেষ না হওয়া পর্যন্ত লালমিনরহাট থেকে যাতায়াত করবে কুড়িগ্রাম এক্সপ্রেস।